এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়, ভারতের লক্ষ্য ১২৮ রান

pakistan vs india batting collapse

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ল পাকিস্তান। টপ অর্ডারের ব্যর্থতায় শুরু থেকেই চাপে পড়ে যায় বাবর আজমের দল। শেষ দিকে শাহিন আফ্রিদির ঝোড়ো ইনিংসে ভর করে দলটি লড়াইয়ের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা রোমাঞ্চ। কিন্তু আজ পাকিস্তানের ব্যাটিং দেখে সমর্থকদের মুখে হাসির চেয়ে হতাশার ছাপই বেশি।

টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। শুরুটা হয় ভয়াবহ। ম্যাচের প্রথম বলেই সায়েম আইয়ুব ফেরেন সাজঘরে — উইকেট পতন: 1-1 (সায়েম আইয়ুব, 0.1)। এরপর দলীয় ৬ রানে দ্বিতীয় ধাক্কা, ৩ রান করে ফেরেন মোহাম্মদ হারিস — 6-2 (হারিস, 1.2)।

ফখর জামান ও শিহাবজাদা ফারহান মিলে কিছুটা স্থিতি আনার চেষ্টা করলেও কুলদ্বীপ যাদব ও অক্সার প্যাটেলের স্পিনে দ্রুত ভেঙে যায় ব্যাটিং অর্ডার। ফখর ফিরেন ৪৫ রানে দলের তৃতীয় উইকেট হিসেবে — 45-3 (ফখর জামান, 7.4)।

এরপর একে একে সাজঘরে ফেরেন সালমান আগা (49-4, 9.6), হাসান নবাজ (64-5, 12.4) এবং মোহাম্মদ নবাজ (64-6, 12.5)।

শিহাবজাদা ফারহান করেন সর্বোচ্চ ৪০ রান। মধ্য ও নীচের সারি মিলে বড় সংগ্রহ গড়ার আশা শেষ হয়ে যায় দলীয় ১০০ রানের আগেই। তবে শেষ দিকে এক ঝলক আলো দেখান শাহিন শাহ আফ্রিদি। ১৬ বলে ৩৩ রানের ক্যামিও খেলে পাকিস্তানকে ১২৭ রানে পৌঁছে দেন।

ভারতের হয়ে কুলদ্বীপ যাদব শিকার করেন সর্বাধিক ৩টি উইকেট। ভারতের সামনে এখন জয়ের জন্য প্রয়োজন ১২৮ রান।