কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ক মতবিনিময় ও স্মার্টকার্ড বিতরণ

expatriate voting smartcard kuala lumpur

মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের জি টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিতদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

বক্তব্যের শুরুতে নির্বাচন কমিশনার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এ লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি।”

তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া তুলে ধরে বলেন, ইসি প্রবাসীদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা করেছে। প্রবাসীরা অনলাইনে ভোটার হিসেবে আবেদন ও নিবন্ধন করতে পারবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর তাদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীরা ভোট দিয়ে নির্ধারিত খামে ব্যালট পেপার ডাকযোগে পাঠালে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে। ভোটাররা অনলাইনে ব্যালট ট্র্যাকও করতে পারবেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ভোট প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হাইকমিশন সব ধরনের সহযোগিতা ও প্রচার-প্রচারণা চালাবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনার উপস্থিত প্রবাসী, সাংবাদিক এবং অতিথিদের প্রশ্নের উত্তর দেন এবং স্মার্টকার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।