খেলা শেষে করমর্দন না করায় ভারতের সমালোচনা, আইসিসির কাছে অভিযোগ পিসিবির

asia cup india pakistan handshake controversy

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচ শেষে করমর্দনের প্রচলিত রীতি মানেনি ভারতীয় ক্রিকেট দল—এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। এই আচরণে হতাশা প্রকাশ করে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ লেখেন,

“হ্যাঁ, তোমরা ভারত ক্রিকেট দল, বিশ্বের সেরা দল… কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। পাকিস্তানের খেলোয়াড়েরা অপেক্ষা করছিল, অথচ ভারতীয়রা সরাসরি ড্রেসিংরুমে চলে গেল! আইসিসি কোথায়?”

লতিফ ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “যুদ্ধ আগেও হয়েছে, তবু আমরা সব সময় হাত মিলিয়েছি। এ ঘটনা সারা জীবনের জন্য দাগ হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “যুদ্ধ বা অন্য রাজনৈতিক ঘটনায় আপত্তি তোলা স্বাভাবিক, কিন্তু মাঠে নেমে খেলাটা সঠিক উপায়ে খেলতে হবে।”

পিসিবির এক কর্মকর্তা আল জাজিরাকে জানান, আম্পায়াররা ভারতীয় খেলোয়াড়দের হাত না মিলিয়েই মাঠ ছাড়তে দেন। পরে পাকিস্তানের টিম ম্যানেজারের প্রতিবাদের পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এ জন্য দুঃখ প্রকাশ করেন।

পিসিবি জানায়, টসের সময় নিয়মকানুন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। কর্মকর্তাদের দাবি, ম্যাচ শুরুর আগে রেফারি দুই অধিনায়ককে করমর্দন না করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু খেলা শেষে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে অপেক্ষা করে বিব্রত হয়েছেন।

পিসিবির চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি বলেন,

“আজকের ম্যাচে খেলোয়াড়সুলভ মনোভাবের ঘাটতি ছিল স্পষ্ট। খেলায় রাজনীতি টেনে আনা খেলাধুলার চেতনার পরিপন্থী।”

গত রাতের ম্যাচে পাকিস্তান ব্যাটিংয়ে ১২৭ রানের বেশি তুলতে পারেনি। ভারতের সূর্যকুমার যাদবের দল ৭ উইকেট হাতে রেখে এবং ২৫ বল বাকি থাকতে জয় তুলে নেয়। ফলাফলে দুই দেশের ক্রিকেটের মানের ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠেছে।