‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই মারা গেছে

Ahmad Shah's brother Umer passes away

পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহর ছোট ভাই উমের শাহ আর নেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) আহমদ শাহর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পরিবার এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে।

পোস্টে লেখা হয়, “আমাদের পরিবারের ছোট উজ্জ্বল নক্ষত্র উমের শাহ আল্লাহর কাছে ফিরে গেছেন। দয়া করে তাকে ও আমাদের পরিবারকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।”

উমের শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শোকবার্তা জানাচ্ছেন এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

“পিছে তো দেখো’” — ভাইরাল এই সংলাপের মাধ্যমে শিশু আহমদ শাহ রাতারাতি তারকা হয়ে ওঠেন। টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়ে তার মিষ্টি ভিডিও। ভক্তদের কাছে “গোলু মোলু” নামে পরিচিত আহমদ শাহের হাস্যোজ্জ্বল স্বভাব সবার মন জয় করে।

বিগত কয়েক বছর ধরে আহমদ শাহ ও তার ছোট ভাই উমের শাহ একসঙ্গে বিভিন্ন ভিডিওতে হাজির হয়েছেন। তাদের সরলতা ও খুনসুটি ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল।