সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে ১% উৎসে কর আরোপ

soybean oil price hike bangladesh

সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এবার ১ শতাংশ উৎসে কর আরোপ করা হয়েছে। এতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে এসব ভোজ্যতেল আমদানিতে কোনো উৎসে কর দিতে হতো না। গতকাল সোমবার রাতে এক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত সিদ্ধান্ত জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, ভ্যাট নিবন্ধিত শিল্পের মাধ্যমে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে এখন থেকে উৎসে করের হার ১ শতাংশ কার্যকর হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সরকার দেশে পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। এর আগে এই তেলের দাম ছিল লিটারপ্রতি ১৬৯ টাকা। তবে সয়াবিন তেলের দাম এখনও অপরিবর্তিত আছে, এক লিটার বোতলের দাম ১৮৯ টাকা।