পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়িত্ব থেকে সরানোর দাবি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আইসিসি পিসিবির সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির অপারেশনস ও আইনি বিভাগ থেকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে—ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানোর ঘটনায় পাইক্রফটের কোনো ভূমিকা নেই।
গত রোববারের ম্যাচে ভারত একপেশে লড়াইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারায়। টসের সময় থেকে ম্যাচের শেষ পর্যন্ত ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়, এমনকি ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে রাখে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় ওঠে।
পিসিবি চিঠি পাঠিয়ে অভিযোগ জানায় যে পাইক্রফট ক্রিকেটের আচরণবিধি ও স্পিরিট অব দ্য গেম লঙ্ঘন করেছেন। তবে আইসিসি জানিয়েছে, পাইক্রফট শুধু মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের তথ্য পাকিস্তানের সালমানকে জানিয়েছেন, তার বাইরে কোনো নির্দেশ দেননি।
ভারত ইতোমধ্যে টানা দুই জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে। অন্যদিকে পাকিস্তান বুধবার টিকে থাকার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে। গুঞ্জন ছিল, পাইক্রফট দায়িত্বে থাকলে পাকিস্তান ম্যাচ খেলতে নামবে না। তবে সর্বশেষ খবরে জানা গেছে, তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।