সিলেটে ইবনে সিনা হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে সংঘর্ষ, আহত ৫

Sylhet Ibn Sina Hospital

সিলেট নগরের সোবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রোগীর অন্তত পাঁচ স্বজন আহত হয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গোলাপগঞ্জের ফুলসাইন্দ মোকামটিলার যুবক তানিম আহমেদ ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ১২ দিন আগে ইবনে সিনার আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তানিমের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিই মৃত্যুর জন্য দায়ী। তারা উত্তেজিত হয়ে ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার চেষ্টা করলে হাসপাতালের কর্মচারীরা পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষে নিহতের পাঁচ স্বজন আহত হয়ে ওসমানী মেডিকেলে ভর্তি হয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”