আবুধাবিতে রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারাল বাংলাদেশ

bangladesh win afghanistan Aisa Cup t20

পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। কখনও বাংলাদেশের দিকে, আবার কখনও আফগানিস্তানের দিকে হেলেছে জয়-পরাজয়ের পাল্লা। শেষ পর্যন্ত আবুধাবিতে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল লিটন দাসের বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। ইনিংসের সেরা ছিলেন তানজিদ তামিম, ২৮ বলে ৫২ রান করেন তিনি। সাইফ হাসান ২৮ বলে ৩০, নুরুল হাসান সোহান অপরাজিত ১২ ও জাকের আলি ১২ রান যোগ করেন।

জবাবে আফগানিস্তানের ইনিংস থামে ১৪৬ রানে। রান তাড়ায় প্রথম বলেই নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সেদিকউল্লাহ অটল। রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই কিছুটা লড়লেও শেষ দিকে মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে রশিদ খানের দল ছিটকে যায় ম্যাচ থেকে। মুস্তাফিজ নেন ৩ উইকেট, নাসুম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ শিকার করেন ২টি করে উইকেট।

শেষ দিকে রশিদ খান ঝোড়ো ২০ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শেষ ওভারে আফগানদের দরকার ছিল ১৫ রান, মুস্তাফিজের নিখুঁত বোলিংয়ে আসে মাত্র ৭।

বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের প্রথম জয়। এই জয়ে টিম টাইগার্স টুর্নামেন্টের সুপার ফোরে খেলার আশা জিইয়ে রাখল।