বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে শ্রীলংকা

bangladesh srilanka asia cup super four

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ। আফগানরা টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের।

শনিবার থেকে শুরু হচ্ছে সুপার ফোরের লড়াই। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৪ সেপ্টেম্বর টাইগাররা খেলবে ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শুরুতেই ৪০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। রহমানুল্লাহ গুরবাজ ১৪, করিম জানাত ১ ও সেদিকুল্লাহ আতাল ১৮ রানে ফেরেন সাজঘরে। এরপর মোহাম্মদ নবি ও রশিদ খান মিলে ইনিংস গুছানোর চেষ্টা করেন। রশিদ ২৩ বলে ২৪ রান করে আউট হলেও, নবি শেষ দিকে ঝড় তোলেন। শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ২২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। আফগানরা ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে।

জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১০১ রান, যা তাদের সুপার ফোরে তোলার জন্য যথেষ্ট। কিন্তু তারা থেমে থাকেনি। ওপেনার কুশাল মেন্ডিসের অপরাজিত ৫২ বলে ৭৪ রানের ঝড়ে ১৭১ রান তুলে নেয় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ১৩ বলে অপরাজিত ২৬ রান করেন। কুশাল পেরেরা ২৪ বলে ২৮ এবং চারিথ আশালঙ্কা ১২ বলে ১৭ রানে অবদান রাখেন। নুয়ান তুষারা বল হাতে আফগানদের চার উইকেট নেন।