আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ হতেই শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিত ভেল্লালাগে পেলেন বেদনাদায়ক খবর—হৃদ্রোগে মারা গেছেন তাঁর বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার এবং আবুধাবিতে থাকা দেশটির সাংবাদিকেরা নিশ্চিত করেছেন এই তথ্য। ৫৪ বছর বয়সী সুরাঙ্গা নিজেও ছিলেন সাবেক ক্রিকেটার।
আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে মহীশ তিকসানার বদলে একাদশে সুযোগ পান ভেল্লালাগে। তবে দিনটা ভালো যায়নি তাঁর জন্য। ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নবীর ঝড়ে সেই ওভারে উঠেছিল ৩২ রান। সব মিলিয়ে চার ওভারে ৪৯ রান দেন তিনি। তবুও কুশল মেন্ডিসের অনবদ্য ব্যাটিংয়ে ১৭০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। মেন্ডিস অপরাজিত ৭৪ রানে দলকে ৬ উইকেটের জয় এনে দেন। এই জয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশও।
ভেল্লালাগের বাবার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট পরিবারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মালিঙ্গা লিখেছেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পুরো জাতি তোমার ও তোমার পরিবারের পাশে আছে। তার আত্মা যেন চিরশান্তি লাভ করে।’

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও সহমর্মিতা প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “My heartfelt prayers are with the family of Dunith Wellalage, whose father sadly passed away from a heart attack. 💔 Dunith received the heartbreaking news right after the Sri Lanka–Afghanistan match. 🙏”