সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ

asia cup bangladesh vs srilanka super four

এশিয়া কাপের গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে সুপার ফোরে পৌঁছানো বাংলাদেশ দুর্দান্ত সূচনা করেছে পরবর্তী ধাপে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে জয়ের হাসি ফুটিয়েছে টাইগাররা।

শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় তানজিদ হাসান তামিম শূন্য রানে ফিরলেও সাইফ হাসান ও লিটন দাস দলের হাল ধরেন। দু’জন মিলে গড়ে তোলেন ৫০ রানের জুটি। লিটন ব্যক্তিগত ২৩ রানে আউট হলে সাইফের সঙ্গে যোগ দেন তাওহীদ হৃদয়।

সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক, ৪৫ বলে করেন ৬১ রান (৪ ছক্কা, ২ চার)। অন্যদিকে, গত দুই ম্যাচে রান না পাওয়া হৃদয়ও ফিরেছেন ফর্মে। ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি। তবে জয়ের জন্য ১০ রান বাকি থাকতে চামিরার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন হৃদয়। শেষদিকে শামীম পাটোয়ারী ১২ বলে ১৪ রানের ইনিংসে অপরাজিত থেকে দলকে এগিয়ে নেন।

শেষ ওভারে ৫ রান প্রয়োজন হলে সামান্য নাটকীয়তা তৈরি হয়। দুই উইকেট হারালেও শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। দলের হয়ে অধিনায়ক দাসুন শানাকা খেলেন ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ঝোড়ো ইনিংস। চারিথ আসালঙ্কা ১২ বলে ২১ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ২০ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন সেরা বোলার। শেখ মেহেদি নেন ২টি এবং তাসকিন আহমেদ শিকার করেন ১ উইকেট।

এই জয়ে সুপার ফোরের শুরুতেই পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট যোগ করল টাইগাররা।