সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের খবর গুজব বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আমিরাত সরকার।
রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে তা ভুয়া এবং বিভ্রান্তিকর। যে ওয়েবসাইট থেকে খবরটি ছড়িয়েছে সেটি ইউএই সরকারের কোনো সরকারি ওয়েবসাইট নয়।
এর আগে ১৭ সেপ্টেম্বর “UAE Visa Online” নামে একটি ওয়েবসাইটে দাবি করা হয়, বাংলাদেশসহ ৯টি দেশের জন্য শ্রমিক ও ভ্রমণ ভিসা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। শনিবার বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে খবরটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ বিষয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হবে। তবে এর আগে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ভিসা সংক্রান্ত গুজবে কান না দিতে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানিয়েছে তারা।
দূতাবাস আরও জানায়, প্রবাসীরা যেন ভিসা সম্পর্কিত তথ্যের জন্য কেবলমাত্র সরকারি ওয়েবসাইট ও বাংলাদেশ দূতাবাসের ঘোষণার ওপর নির্ভর করেন।