শ্রীলঙ্কার টানা হারে চাপে, পাকিস্তানের দুর্দান্ত জয়ে সুপার ফোরে নতুন সমীকরণ

Pakistan vs Sri Lanka Super Four Asia Cup

শ্রীলঙ্কার গ্রুপ পর্বের জয়রথ সুপার ফোরে এসে থেমে গেছে। বাংলাদেশের কাছে হারের পর আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের কাছেও পাঁচ উইকেটে হেরেছে লঙ্কানরা। তাও আবার দুই ওভার হাতে রেখেই ম্যাচ শেষ করেছে পাকিস্তান। ফলে টানা দুই হারে টুর্নামেন্টে সবচেয়ে চাপে থাকা দল এখন শ্রীলঙ্কা, যাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। প্রথম পাঁচ ওভারেই ৪৩ রান যোগ করেন সাহেবজাদা ফারহান ও ফখর জামানের উদ্বোধনী জুটি। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে দুই ওপেনারের বিদায়ে ব্যাকফুটে চলে যায় দলটি। নবম ওভারের মধ্যে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫৭/৪।

এই পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন হুসাইন তালাত। প্রথমে মোহাম্মদ হারিসকে সঙ্গে নিয়ে ইনিংস গড়েন, পরে মোহাম্মদ নওয়াজকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তালাত অপরাজিত ৩০ বলে ৩২ রান করেন, আর নওয়াজ খেলেন ২৪ বলে ৩৮ রানের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে মায়েশ থিকসানা ও হাসারাঙ্গা দুটি করে উইকেট নেন, একটি উইকেট শিকার করেন দুশমন্ত চামিরা। তবে ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখানো হুসাইন তালাতই ম্যাচ সেরা নির্বাচিত হন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ব্যর্থ হয় লঙ্কানরা। পাকিস্তানি পেস আক্রমণের সামনে কুপোকাত হয় তাদের টপ অর্ডার। শাহিন আফ্রিদি শুরুর ধাক্কায় ফিরিয়ে দেন কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কাকে। হারিস রউফ আউট করেন কুশাল পেরেরা, আর অধিনায়ক আসালাঙ্কা করেন ১৯ বলে ২০ রান।

কামিন্দু মেন্ডিস একাই প্রতিরোধ গড়েন। তিনি ৪৪ বলে ৫০ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। অন্যদিকে চামিকা করুনারত্নে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩৩ রান।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি নেন ৩ উইকেট, হুসাইন তালাত ও হারিস রউফ ২টি করে উইকেট নেন।