ভারতের দুর্দান্ত জয়ে ফাইনালে, পাকিস্তান-বাংলাদেশের নকআউট লড়াই

Bangladesh vs India Aisa cup 2025

ভারত প্রথম দল হিসেবে দুর্দান্ত জয়ের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। ফলে এখন সরাসরি নকআউট লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই ভারতের পক্ষে ছন্দ এনে দেন অভিষেক শর্মা। তাঁর ঝড়ো ইনিংসে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে দুর্ভাগ্যজনক রান আউটের পর ধীরে ধীরে রান তোলার গতি কমতে থাকে। ২০০ রানের সম্ভাবনা থাকলেও ভারত থামে ১৬৮ রানে।

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের সাইফ হাসান লড়াই চালিয়ে গেলেও সঠিক সঙ্গী পাননি। চার-চারবার জীবন পাওয়ার পরও শেষ পর্যন্ত বুমরাহর বলে আউট হন তিনি। এরপর থেকেই ম্যাচ পুরোপুরি ভারতের দখলে চলে যায়। রিস্ট স্পিনাররা দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। পাঁচ উইকেট ভাগাভাগি করে নিয়ে ৪১ রানের সহজ জয় নিশ্চিত করে ভারত।

ফলে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আজকের পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ থেকে নির্ধারিত হবে ফাইনালের দ্বিতীয় দল।