ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব শেষ করতে হবে: ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

finland president un

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “১৯৬৭ সালে শুরু হওয়া দখলদারিত্ব অবশ্যই শেষ করতে হবে। ফিলিস্তিনিদের রাষ্ট্র ও সার্বভৌমত্বের ন্যায্য আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।”

তিনি গাজার মানবিক বিপর্যয়কে “অসহনীয়” আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দিদের মুক্তির দাবি জানান। একইসঙ্গে স্টাব মন্তব্য করেন, “আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার ইসরায়েলের নেই।”

ফিনিশ প্রেসিডেন্ট বলেন, যেমনভাবে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের অধিকার নেই, তেমনি ইসরায়েলেরও ফিলিস্তিনে আগ্রাসন চালানোর অধিকার নেই। কোনো রাষ্ট্রেরই অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থে সুদান কিংবা কঙ্গোতে প্রক্সি যুদ্ধ চালানোর অধিকার নেই বলেও তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের তদন্তকারীরা সম্প্রতি জানিয়েছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

স্টাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, ভেটো ক্ষমতা থাকা উচিত নয় এবং স্থায়ী সদস্য সংখ্যা বাড়াতে হবে— এশিয়ার জন্য দুইটি, আফ্রিকার জন্য দুইটি এবং লাতিন আমেরিকার জন্য একটি আসন। এছাড়া, যে কোনো রাষ্ট্র জাতিসংঘ সনদ লঙ্ঘন করলে তার ভোটাধিকার স্থগিত করার প্রস্তাব দেন তিনি।