জঘন্য ব্যাটিং প্রদর্শনীতে হাতছাড়া হলো স্বপ্নের ফাইনাল

Bangladesh vs pakistan Asia Cup Match

স্বপ্নের ফাইনাল থেকে মাত্র ১৩৬ রানের দূরত্বে ছিল বাংলাদেশ। কিন্তু দুবাইয়ের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১১ রানে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে টাইগাররা।

ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে পাকিস্তান। বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন তাসকিন আহমেদ, ২৮ রানে শিকার করেন ৩ উইকেট। মুস্তাফিজ ও রিশাদ নেন ২টি করে উইকেট। পাকিস্তানের হয়ে মোহাম্মদ হারিস ২৩ বলে করেন ৩১ রান, আর নাওয়াজের ব্যাট থেকে আসে ২৫ রান।

১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরুতেই সাজঘরে ফেরেন পারভেজ ইমন ও তাওহীদ হৃদয়। ফিফটির পর আগের ম্যাচে আলো ছড়ানো সাইফ হাসান করেন মাত্র ১৮ রান। এই ম্যাচে একাদশে ফেরানো হয়েছিল উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে। যদিও শুরু থেকেই খুব একটা আত্মবিশ্বাসী মনে হয়নি তাকে। দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন সোহান, অধিনায়ক জাকের আলিও শট সিলেকশনে ব্যর্থ হয়ে ফেরেন।

এক পর্যায়ে ভরসা ছিলেন শামীম পাটোয়ারী। ২৫ বলে ৩০ রান করে ফিরলে টাইগারদের হারের পথ একেবারে স্পষ্ট হয়ে যায়। শেষদিকে রিশাদ কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ও হারিস রউফ নেন ৩টি করে উইকেট। এই জয়ের ফলে ভারতের সঙ্গে এবারের এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে ভারত-পাকিস্তান ফাইনাল।