শোয়েব আখতারের মুখ ফসকানো ভুলে হাসির রোল, অভিষেক বচ্চনের Tweet

shoaib akhtar abhishek bachchan reaction

দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। প্রথমবার এশিয়া কাপে নেমেই টি-টোয়েন্টি ফরম্যাটে রেকর্ড গড়ছেন তিনি। ইতোমধ্যে টানা তিন ম্যাচে ঝোড়ো ফিফটি করে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন বাঁ–হাতি এই ব্যাটার। ফাইনালে পাকিস্তানের জন্য তিনিই হতে পারেন বড় দুশ্চিন্তার কারণ। তবে ভারতের ওপেনারের নাম উচ্চারণ করতে গিয়ে মুখ ফসকে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের নাম বলে ফেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

পিটিভি স্পোর্টসের জনপ্রিয় টকশো ‘গেম অন হ্যায়’–এ শোয়েব আখতার বলেন,
“যদি অভিষেক বচ্চন দ্রুত আউট হয়ে যান, তখন মিডল অর্ডারে কী ঘটবে? তাদের মিডল অর্ডার সেভাবে পারফর্ম করতে পারছে না।”

সঙ্গে সঙ্গেই ভুল ধরিয়ে দেন উপস্থাপক জয়নব আব্বাস। আর এসময় মিসবাহ-উল-হকসহ উপস্থিত সবাই হেসে ওঠেন। শোয়েবের এই মুখ ফসকানো ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটি নজর এড়ায়নি অভিষেক বচ্চনেরও। টুইটারে তিনি খোঁচা দিয়ে লিখেছেন,
“জনাব, সম্মানের সঙ্গে বলছি…চিন্তাও করবেন না যে তারা সেটি করতে পারবে! এবং আমিও ক্রিকেট অতটা ভালো খেলি না।”

এরই মধ্যে ব্যাট হাতে ঝড় তুলছেন অভিষেক শর্মা। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তিনি করেছেন ৩০৯ রান। তার গড় ৫১.৫০ এবং স্ট্রাইকরেট ২০৪.৬৩। এর মাধ্যমে তিনি ভেঙেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড (২০২২ এশিয়া কাপে ২৮১ রান)। সেই আসরে বিরাট কোহলি করেছিলেন ২৭৬ এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ১৯৬ রান।

আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুইবার মাঠে নেমেও জয় পায়নি পাকিস্তান। এবার ফাইনালে শিরোপা লড়াইয়ে অভিষেক শর্মার ব্যাটিং হবে বড় আকর্ষণ।