প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে পর্তুগালের পোর্তো শহরে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র নবগঠিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য বাংলা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল তিনটায় রঙিন আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লিসবনে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার প্রধান লায়লা মুনতাজেরী দিনা। তিনি বলেন, “প্রবাসে থেকেও বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে সহায়তা করবে।”
বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি রাসেল আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ এবং তরুণ ব্যবসায়ী ইমন আহমেদ।
অনুষ্ঠানে ৬৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। শাহ্ আলম কাজল সভাপতি, আবদুল আলিম সাধারণ সম্পাদক এবং মোশাররফ হোসেন কিরন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা ও প্রবাসীরা।
নবনির্বাচিত কমিটির অন্যদের মধ্যে ছিলেন দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আবু সালেহ ঈমন এবং প্রচার সম্পাদক আরাফাত হোসেনসহ আরও অনেকে।
অভিষেক পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি লন্ডন থেকে আগত শিল্পীরাও পরিবেশনা করেন। দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি এবং শিশু-কিশোরদের অংশগ্রহণ দর্শকদের মুগ্ধ করে।
একই দিনে আয়োজিত বাংলা মেলায় প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। মেলায় ছিল দেশীয় খাবারের স্টল, ঐতিহ্যবাহী পোশাক-গয়না, বই ও খেলনার স্টল। আড্ডা, কেনাকাটা ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রবাসীরা উপভোগ করেন এক টুকরো বাংলাদেশ।
অংশগ্রহণকারী সিরাজুল ইসলাম শাহীন বলেন, “আজকের এই মেলা আমাদের দেশের গ্রামীণ মেলার কথা মনে করিয়ে দিল। সন্তানদের নিয়ে এখানে আসতে পেরে আমরা আনন্দিত।”
বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র নবগঠিত কমিটির অভিষেক ও বাংলা মেলা প্রবাসীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।