এশিয়া কাপ ফাইনালে জয়ের পরও আচরণ বিতর্কে ভারতীয় দল, ক্ষোভে পাক অধিনায়ক

Asia cup final india controversy

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের বাইরের আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন সূর্যকুমার যাদবের দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা অভিযোগ করেন, ভারত কেবল পাকিস্তানকেই নয়, বরং পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে।

তিনি দাবি করেন, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যক্তিগতভাবে তার সঙ্গে করমর্দন করলেও ক্যামেরার সামনে ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে গেছেন। তার ভাষায়,
“টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলন ও রেফারির বৈঠকে সূর্যকুমার আমার সঙ্গে হাত মিলিয়েছিলেন। কিন্তু ক্যামেরা অন থাকলে তারা হাত মেলাত না। আমার মনে হয়, ওকে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল, নইলে এমনটা করত না।”

বিতর্ক আরও ঘনীভূত হয় ফাইনালের পর। ভারত শিরোপা জিতলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। বরং নাকভি ট্রফি নিয়ে মাঠ ছেড়ে চলে যান। ফলে নবমবারের মতো এশিয়া কাপ জেতা ভারত ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি।

এ ঘটনাকে ‘ক্রিকেটের প্রতি চরম অসম্মান’ আখ্যা দিয়ে পাক অধিনায়ক বলেন,
“আমাদের সঙ্গে হাত না মেলানো মানে শুধু পাকিস্তানের অসম্মান নয়, এটা ক্রিকেটের অসম্মান। ভালো দলগুলো এমন আচরণ করে না। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য মেডেল নিয়েছি, ট্রফির সঙ্গে ছবি তুলেছি। কিন্তু ভারতের আচরণে হতাশ হয়েছি।”

তিনি আরও বলেন,
“ক্রিকেট ভক্তরা আমাদের রোল মডেল মনে করে। ভারত যা করেছে, সেটা ছোটদের জন্য ভয়ানক বার্তা। এই দৃশ্য ক্রিকেটকে ছোট করেছে। আশা করি একদিন এমন আচরণ বন্ধ হবে।”

ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। পুরো টুর্নামেন্টে টানা তিনবার ভারতের কাছে হেরেছে বাবর আজম–সালমান আলি আগাদের দল। তবে পাক অধিনায়ক বিশ্বাস রাখছেন, শিগগির সময় বদলাবে। তার ভাষায়, “৯০–এর দশকে আমরা তাদের হারাতাম, এখন তারা এগিয়ে। তবে সময় বদলাবে, আবারও আমরা ভারতকে হারাব।”

সংবাদ সম্মেলনের শেষ দিকে সালমান আলি আগা ঘোষণা দেন, পাকিস্তান দল ফাইনালের সম্মানী দান করবে মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এ নিহত সাধারণ নাগরিকদের পরিবারকে।