দুর্গাপূজার ছুটিতে সিলেটে পর্যটকের ঢল, হোটেল-মোটেলে রুম নেই

Bisnakandi

দুর্গাপূজার ছুটিতে সিলেটে নামছে পর্যটকের ঢল। তবে এ আনন্দযাত্রায় ভোগান্তি তৈরি হয়েছে হোটেল-মোটেলের রুম সংকটে। ইতোমধ্যে পর্যটকদের অনেকেই কক্ষ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।

পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) চলমান থাকায় খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নগরীর বিভিন্ন হোটেলে প্রায় ২০০টি কক্ষ আগামী ১২ অক্টোবর পর্যন্ত বুকিং করা হয়েছে। এতে করে পর্যটকদের জন্য রুম পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

সিলেটের হোটেল-মোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ দিন ধরে অগ্রিম বুকিং চলছে। ভালো মানের হোটেলগুলো শতভাগই বুকিং হয়ে গেছে। অনেক হোটেল মালিকরা জানাচ্ছেন, কক্ষ ফাঁকা না থাকায় পর্যটক ফোন করলেও ফিরিয়ে দিতে হচ্ছে।

একজন পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমি প্রায় ১৫-২০টি হোটেলে যোগাযোগ করেছি, কিন্তু একটিতেও রুম পাইনি। পূজার ছুটিতে পরিবার নিয়ে সিলেটে আসার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।”

নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গোল্ডেন সিটির ব্যবস্থাপক মিষ্ঠু দত্ত বলেন,
“উৎসবের ছুটিতে পর্যটকদের ভিড় স্বাভাবিক। কিন্তু এবার আগেভাগেই সব কক্ষ বুক হয়ে গেছে। নতুন পর্যটকরা রুম পাচ্ছেন না।”

হোটেল-মোটেল ও গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাত নুরী জুয়েল বলেন,
“এনসিএলের কারণে প্রায় ২০০টি কক্ষ দখল হয়ে গেছে। ফলে এবার পূজার ছুটিতে পর্যটকরা ব্যাপক রুম সংকটে পড়তে পারেন।”

বর্তমানে সিলেট বিভাগে ৫ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এ অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র জাফলং, সাদাপাথর, রাতারগুল ও বিছনাকান্দি। পূজার ছুটিতে এসব স্থানে পর্যটকের ভিড় বাড়বে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।