আজ হামজা চৌধুরীর জন্মদিন, বাংলাদেশের ফুটবলের নতুন আশার প্রতীক

Bangladesh football Hamza Choudhury

আজ বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরীর ২৮তম জন্মদিন। প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার এই তারকা ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাফবারো শহরে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক উন্মাদনার কেন্দ্রবিন্দুতে আছেন এই তারকা ফুটবলার। দেশে ফুটবলের প্রতি মানুষের নতুন আগ্রহ ও আশার সঞ্চার ঘটেছে মূলত তাঁর কারণেই। বিশেষ করে গত ৪ জুন বাংলাদেশের মাটিতে প্রথমবার জাতীয় দলের জার্সিতে নেমে তিনি ইতিহাস গড়েছেন। জামাল ভূঁইয়ার কর্নার থেকে হামজার দুর্দান্ত হেডে করা সেই গোল—বাংলাদেশের ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছে আইকনিক এক মুহূর্ত হিসেবে। দীর্ঘ প্রতীক্ষার ফসল সেই গোল দেশের কোটি ফুটবলপ্রেমীর হৃদয় ছুঁয়ে গেছে।

বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর থেকেই দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে তুলেছে। বিশেষ করে বাংলাদেশের জার্সিতে তাঁর আত্মনিবেদন সমর্থকদের হৃদয়ে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।

হামজা চৌধুরীর ২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), লেস্টার সিটি ক্লাব এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।