গাজা সুমুদ ফ্লোটিলা আটক: ইসরায়েলের হাতে গ্রেপ্তার কর্মীরা

Gaza Sumud flotilla

গাজার উদ্দেশে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এতে থাকা বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুপরিচিত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।

সংবাদমাধ্যম জানিয়েছে, গাজার দিকে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার জাহাজগুলোকে আটক করে। এর আগে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন—ফ্লোটিলাকে যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে দেওয়া হয়।

ফ্লোটিলায় থাকা কর্মীরা জানান, নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা সরাসরি সম্প্রচার চালু করেছিলেন। সেই ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনী অস্ত্রসজ্জিত অবস্থায় জাহাজে ওঠে।

ইসরায়েল দাবি করেছে, গাজাগামী এই নৌযাত্রা ‘বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা’। তবে আন্তর্জাতিক আইন অনুসারে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অধিকার স্পষ্টভাবে স্বীকৃত।