গাজা অভিমুখী ফ্লোটিলা: ভিডিও বার্তায় শহিদুল আলম

Gaza flotilla Shahidul Alam

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে ইসরায়েল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক হওয়া জাহাজগুলো ও সেখানে থাকা অধিকারকর্মীদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার কিছুক্ষণ পর ফ্লোটিলায় থাকা বাংলাদেশের আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রকাশিত ভিডিওতে তিনি জানান, সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে তাঁর শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়েছে।

শহিদুল আলম বলেন,
‘বমি করার পরপরই সরাসরি সম্প্রচারে আসাটা স্বাভাবিক নয়। আমি এখন মেঝেতে শুয়ে আছি। ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, আশা করি এবার দেখতে পাচ্ছেন।’

তিনি আরও জানান,  ‘সময়টা বেশ উপযুক্ত। কারণ, আমি এইমাত্র বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছি। সাক্ষাৎকারটি চলাকালে বা এর পরপরই জাহাজটি দুলতে শুরু করে। এ সময় আমি অসুস্থবোধ করছিলাম এবং বমি করার জন্য একটি ব্যাগ খুঁজছিলাম। ভাগ্যক্রমে ঠিক সময়েই একটি ছোট্ট ব্যাগ পেয়ে যাই। তাতে মেঝেটা নোংরা হওয়া থেকে রক্ষা পায়। তবে হ্যাঁ, আমি ঠিক আছি।’

শহিদুল আলম যোগ করেন,
‘‘আমার মনে হয়, কেউ আমার কম্পিউটার ও টেবিলে থাকা অন্যান্য সরঞ্জাম গুছিয়ে রেখেছেন। সব জিনিস মেঝেতে নামিয়ে রাখা হচ্ছে, যাতে সেগুলো পড়ে না যায়। সমুদ্র এখনো খুবই উত্তাল। বাইরে এখনো আলো আছে। আশা করি, আমরা খুব দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠব। আমি ঠিক আছি। এটা একটা ভিন্ন অভিজ্ঞতা বলতে হবে।’’

উল্লেখ্য, ৪৩টি জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটিলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ছিলেন। শহিদুল আলম ‘কনশানস্’ নামের জাহাজে ছিলেন, যা বুধবার দিবাগত রাতে গাজার কাছাকাছি পৌঁছালে ইসরায়েলি সেনারা আটক অভিযান শুরু করে।