পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে দুর্দান্ত জয় টাইগ্রেসদের

bangladesh women vs pakistan world cup

বাংলাদেশি বোলারদের ঘূর্ণি ও গতির সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। দেড়শ রানও তুলতে পারেনি তারা। পরে রুবাইয়া হায়দারের দুর্দান্ত ফিফটিতে ১১৩ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ৩৮ ওভার ৩ বলে। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম। বাংলাদেশের হয়ে স্বর্ণা ইনিংসের সেরা বোলার হয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া মারুফা ও নাহিদা দুটি করে উইকেট পান, আর নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।

জয়ের ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ফারজানা হক ১৭ বলে ২ রান করে বিদায় নিলে ৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর শারমিন আক্তারও ব্যর্থ হয়ে ফেরেন ১০ রান করে। ৩৫ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।

এই সময় হাল ধরেন তরুণ ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাদের জুটিতে আসে ৬২ রান। জ্যোতি ২৩ রান করে ফিরলেও ঝিলিক দুর্দান্ত ব্যাটিংয়ে করেন ওয়ানডে অভিষেকে ফিফটি। ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করে তিনি ম্যাচ জয়ের নায়ক হন। অন্য প্রান্তে সুবহানা মোস্তারি ১৯ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।

এর আগে বল হাতে বাংলাদেশের শুরুটা এনে দেন ডানহাতি পেসার মারুফা। ইনিংসের প্রথম ওভারেই করেন ডাবল স্ট্রাইক। ফিরিয়ে দেন ওমাইমা সোহেল ও সিধরা আমিনকে। পাকিস্তানের ব্যাটাররা এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি। নাহিদা ও রাবেয়ার স্পিনে ধসে পড়ে তাদের মিডল অর্ডার।

শেষদিকে ডায়ানা বেগের ২২ বলে অপরাজিত ১৬ রানও পাকিস্তানকে লজ্জাজনক পরাজয় এড়াতে পারেনি। দেড়শর আগেই অল আউট হয় তারা।