গাজা ফ্লোটিলা আটক: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী

belgium condemns israel gaza flotilla

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটক করার ঘটনায় ইসরায়েলের পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। এ ঘটনায় তিনি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছেন বলেও জানিয়েছেন।

প্রিভোট বলেন,
“যেভাবে আন্তর্জাতিক জলসীমায় তাদের আটক করা হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই আমি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছি।”

এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ৪০টি জাহাজ আটক করা হয়েছে। এসব জাহাজে থাকা অধিকারকর্মীদের আটক করে আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে, যেখানে নির্বাসন প্রক্রিয়া শুরু হবে।

ইসরায়েলি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, আটক হওয়া কর্মীদের ইউরোপে নির্বাসিত করা হবে। উল্লেখ্য, ফ্লোটিলার কেউই ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেননি; বরং তারা গাজা ও এর আঞ্চলিক জলসীমায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন।