শহিদুল আলম অংশ নেওয়া জাহাজের ভাইরাল ছবি এআই-তে তৈরি: রিউমার স্ক্যানার

rumor scanner factcheck shahidul-alam-ai-fake-photo

বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ফেক্টচেক অনুসন্ধান টিম জানিয়েছে, শহিদুল আলম অংশ নেওয়া ‘কনশানস’ জাহাজের যে ত্রাণ বিতরণের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

সংস্থাটি জানায়, জাহাজটির লাইভ স্ট্রিম পর্যবেক্ষণে দেখা গেছে—‘কনশানস’ এখনও যাত্রাপথে রয়েছে। ফলে ভাইরাল ছবির তথ্য ভুয়া।

গুজব ছড়ানোর প্রবণতা

রিউমার স্ক্যানার আরও জানায়, গতবছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম এবং বাংলাদেশের ভেতরের কিছু ফেসবুক অ্যাকাউন্ট নিয়মিতভাবে ভুয়া তথ্য ও গুজব ছড়াচ্ছে। এসব গুজব মূলত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যু এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে ঘিরে প্রচারিত হচ্ছে।

ভুয়া তথ্য শনাক্ত

সংস্থার তথ্যমতে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি বলছে, ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে এবং এ ধরনের গুজব ঠেকাতে গণমাধ্যম ও নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।