প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত জনগণ ও দলই নেবে: তারেক রহমান

Tarique Rahman election

দীর্ঘ দুই দশক পর আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনে সরাসরি অংশ নেবেন।

তারেক রহমান বলেন, “আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন মানে জনগণের সম্পৃক্ততা—সেখানে আমি দূরে থাকতে পারি না। স্বাভাবিকভাবেই মাঠে থাকবো, ইনশাআল্লাহ।”

প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।” তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি দৃঢ়ভাবে বলেন, “না না, সেটি তো নিব, কেন নিব না? অবশ্যই নিব।”

প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, “সে সিদ্ধান্ত দল নেবে। দল কিভাবে করবে, সেটি দলের সিদ্ধান্ত।”

দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি হয়ে তিনি আরও জানান, “একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক। জনগণের অংশগ্রহণ থাকবে এমন নির্বাচনে আমাকে আসতেই হবে।”