ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি চাকরিজীবীরাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, “প্রবাসী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা আমরা করব। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী এবার ভোটের আওতায় আসবেন।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য বদ্ধপরিকর। “সবাইকে সঙ্গে নিয়ে আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সম্ভব নয়।”
সিইসি নাসির উদ্দিন বলেন, এআই-এর অপব্যবহার রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। মৃত ভোটারদের নাম কর্তন করে নতুন ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে ৪৩ লাখেরও বেশি ভোটার। নারী ভোটারদের অন্তর্ভুক্তির মাধ্যমে পুরুষ ও নারী ভোটারের ব্যবধান ৩০ লাখ থেকে কমে ১৮ লাখে নেমে এসেছে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদেরও পোস্টাল ব্যালটের আওতায় ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে জানান সিইসি।
তিনি বলেন, “আমাদের লুকানোর কিছু নেই। দেশ ও বিশ্বকে দেখাতে চাই স্বচ্ছ নির্বাচন। কিছুদিনের মধ্যেই ভোটারদের জন্য সচেতনতা প্রোগ্রাম শুরু করা হবে।”
সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
