২০২৫ সালে সমুদ্রপথে ইটালিতে অভিবাসনে শীর্ষে বাংলাদেশিরা

libya to italy

চলতি বছরের প্রথম নয় মাসে সমুদ্রপথে ইটালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সর্বাধিক ছিলেন বাংলাদেশিরা। ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

প্রকাশিত তথ্যমতে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সময়ে মোট ১৫ হাজার ৪৭৬ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালির উপকূলে পৌঁছেছেন। দেশভিত্তিক হিসাবে এটি সর্বোচ্চ সংখ্যা, যা মোট অভিবাসীদের প্রায় ৩০ শতাংশ।

২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৮ হাজার ৫২৬ জন, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে বাংলাদেশিদের আগমন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৯ মাসে মোট ৫১ হাজার ৮৫৫ জন অভিবাসী সমুদ্রপথে ইটালিতে পৌঁছেছেন। ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৫১ হাজার ৩৪১ জন, আর ২০২৩ সালে তা ছিল এক লাখ ৩৫ হাজার ৩১৯ জন।

তথ্য অনুযায়ী, আফ্রিকার পরিবর্তে এখন দক্ষিণ এশিয়া থেকে অভিবাসীর সংখ্যা দ্রুত বাড়ছে। বাংলাদেশিদের পর সর্বাধিক অভিবাসী এসেছেন ইরিত্রিয়া (৭,০৯০ জন) এবং মিশর (৬,৫৫৮ জন) থেকে। এছাড়া পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া ও টিউনিশিয়া থেকেও কয়েক হাজার মানুষ ইটালিতে পৌঁছেছেন।

অভিবাসনের সবচেয়ে ব্যস্ত সময় ছিল মে থেকে সেপ্টেম্বর। এই সময়ে প্রতি মাসে ছয় থেকে আট হাজার মানুষ সমুদ্রপথে ইটালিতে প্রবেশ করেন। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই পৌঁছান ৮,৩১৫ জন অভিবাসী।

এদিকে, অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর সংখ্যাও কিছুটা বেড়েছে। এ বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৯,১৫৬ জন শিশু ইটালিতে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় সামান্য বেশি হলেও ২০২৩ সালের তুলনায় অনেক কম।

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর হওয়া সত্ত্বেও বাংলাদেশিদের আগমন থামছে না। অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের অভাব ও উন্নত জীবনের আকাঙ্ক্ষায় অনেকেই ঝুঁকিপূর্ণ এই পথ বেছে নিচ্ছেন।