ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ প্রধান উপদেষ্টার

Chief Advisor

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণকে মসৃণ ও টেকসই করতে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় ভিসা প্রক্রিয়ার জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতিত্ব করেন।

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে জানান,

“কিছু কিছু দেশে আমাদের ভিসা প্রক্রিয়ায় জটিলতা রয়েছে, যা আগের সরকারের সময় থেকেই চলমান। প্রধান উপদেষ্টা চান, এই সমস্যা দ্রুত সমাধান হোক। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিরিক্ত উদ্যোগ নিতে বলা হয়েছে।”

তিনি আরও জানান, পূর্ব ইউরোপের কয়েকটি দেশে বাংলাদেশের নতুন শ্রমবাজার তৈরির সুযোগ তৈরি হচ্ছে। সম্প্রতি নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা কসোভো ও আলবেনিয়ার প্রেসিডেন্ট এবং কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা করেছেন। তবে এসব দেশে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে।

প্রেস সচিব বলেন,

“অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসার জন্য নয়াদিল্লিতে গিয়ে আবেদন করতে হয়। প্রধান উপদেষ্টা চান, এসব জটিলতা দ্রুত দূর হোক।”

সভায় ফার্মাসিউটিক্যালস, পোশাক, গ্যাস, ব্যাংকিং, আইসিটি ও মানবসম্পদ উন্নয়ন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় ব্যবসায়িক নেতারা গ্যাস সরবরাহে স্থিতিশীলতা ও শিল্পায়নের জন্য নতুন ল্যান্ড বেস টার্মিনাল স্থাপনের দাবি জানান।

এছাড়া, মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) বিষয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানান প্রেস সচিব। দরকষাকষির সক্ষমতা বাড়াতে সরকার এডিবি ও বিশ্বব্যাংকের সহায়তায় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

আইসিটি খাতে প্রণোদনা পুনর্বিন্যাসের প্রসঙ্গে বলা হয়, প্রচলিত খাতের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ফ্রন্টিয়ার টেকনোলজিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য একটি নতুন রোডম্যাপ শিগগিরই প্রকাশ করা হবে।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দেশের ব্যাংকিং খাত, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে রিজার্ভ পাঁচ মাসের আমদানি ব্যয়ের সমান এবং মুদ্রাস্ফীতি ১২ দশমিক ৫ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে।