টি–টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার আনন্দটা বেশিদিন স্থায়ী হলো না। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যর্থ ব্যাটিং আর অকার্যকর বোলিংয়ে ৫ উইকেটে হেরে গেল বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ ৭ বল বাকি থাকতেই অলআউট হয় বাংলাদেশ ২২১ রানে। শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরেন মাত্র ৫৩ রানের মধ্যে। ওয়ানডে অভিষেকে সাইফ হাসান ৩৭ বলে ২৬ রান করলেও সঙ্গী তানজিদ হাসান (১০) ও নাজমুল হোসেন শান্ত (২) দ্রুত আউট হন।
একপর্যায়ে চতুর্থ উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের ১০১ রানের জুটিতে কিছুটা আশার আলো দেখা যায়। তবে ৫৬ রানে হৃদয় রানআউট হওয়ার পর শুরু হয় ধস। অধিনায়ক মিরাজও ২০০তম ওয়ানডে উইকেটের শিকার হন রশিদ খানের বলে।
রশিদ খান একাই নেন টানা তিন উইকেট—মিরাজ, জাকের আলী ও নুরুল হাসানকে ফেরান তিনি। শেষ দিকে তানজিম হাসান (২৩) ও তানভীর ইসলাম (১১) কিছুটা লড়লেও বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।
জবাবে আফগানিস্তান শুরু থেকেই নিয়ন্ত্রণে থাকে। ৫২ রানের উদ্বোধনী জুটির পর তৃতীয় উইকেটে ১১১ বলে ৭৮ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচটি প্রায় নিশ্চিত করেন রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান।
টি–টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর ওয়ানডেতে এমন হার তাই মিরাজদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।