মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ঘোষণা করেছেন যে, ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে পৌঁছেছে। এটি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার পথে একটি বড় অগ্রগতি বলে তিনি উল্লেখ করেন।
কাতার, যারা এই আলোচনায় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে, বিষয়টি নিশ্চিত করেছে। কাতার জানায়, যুদ্ধবিরতির প্রথম ধাপের “সমস্ত শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া” নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন হয়েছে।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা এমন একটি চুক্তিতে উপনীত হয়েছে যা “গাজায় যুদ্ধের সমাপ্তি, ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, মানবিক সহায়তার প্রবেশ এবং বন্দি বিনিময়” নিশ্চিত করবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি তার মন্ত্রিসভাকে এই গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য আহ্বান করবেন। এক বিবৃতিতে তিনি বলেন, “ইসরায়েলের জন্য আজ এক ঐতিহাসিক দিন।”
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা হামলায় অন্তত ৬৭,১৮৩ জন নিহত এবং ১,৬৯,৮৪১ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষের লাশ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে আটক করা হয়।