সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার

saudi arab illegal expats arrest august

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ

বিবৃতিতে বলা হয়, গত ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে ২১ হাজার ৪০৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে—

  • আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে: ১২,৪৩৯ জন
  • সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে: ৪,৬৫০ জন
  • শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে: ৪,৩১৪ জন

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় ১,৮৭৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ইয়েমেনি নাগরিক ৪৫%, ইথিওপিয়ান ৫৪%, এবং অন্যান্য দেশের নাগরিক ১% বলে জানানো হয়।

একই সময়ে অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টার অভিযোগে ৩৬ জন প্রবাসীকে আটক করা হয়েছে। এছাড়া আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ায় ২৯ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে দেশটিতে ৩১,৩৪৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান, যাদের মধ্যে ২৯,৮৪০ জন পুরুষ এবং ১,৫০৪ জন নারী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৩,৮২৪ জনকে নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য, এবং ২,৭৬৪ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ১১,৮৪৯ জন প্রবাসীকে দেশে পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস সৌদি আরবে, যেখানে লাখ লাখ প্রবাসী শ্রমিক বিভিন্ন খাতে কাজ করছেন। দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসন রোধে অভিযান পরিচালনার খবর প্রকাশ করছে।