রাতের অন্ধকারে নয়, স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার সিইসি নাসির উদ্দিনের

cec nasir uddin transparent election chattogram

দেশের মানুষ যেন নিজের চোখে নির্বাচন প্রক্রিয়া দেখতে পারে, তাই গোপনে বা রাতের অন্ধকারে ভোট দিতে চায় না নির্বাচন কমিশন— এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন

রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন,

“একটা জিনিস ধরে রাখেন, আমাদের নিয়তের মধ্যে কোনো গলদ নেই। আমরা অতি স্বচ্ছ একটি নির্বাচন চাই। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না। বরং সাংবাদিকদের সহযোগিতা চাই— পার্টনার হিসেবে পাশে পেতে চাই।”

তিনি আরও বলেন,

“গণতন্ত্রের অগ্রযাত্রায় আপনাদেরও ভূমিকা রয়েছে। আমি যেমন দায়িত্ব পালন করছি, তেমনি নাগরিক হিসেবেও সবার দায়িত্ব আছে। আমরা চাই, সবাই মিলে একটি সুন্দর, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে।”

নির্বাচন প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন বলেন,

“আমরা ভোটারদের জন্য এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে প্রতিটি বাংলাদেশি নিরাপদভাবে ভোট দিতে পারে। প্রবাসীদের জন্যও এবার ব্যালটের ব্যবস্থা করা হয়েছে।”

তিনি জানান, রিটার্নিং কর্মকর্তাদেরও এবার ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে, যা আগে ছিল না।

এনসিপির দলীয় প্রতীক প্রসঙ্গে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক বিষয়ে সিইসি বলেন,

“শাপলা প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় না থাকায় দিতে পারিনি। তবে এনসিপির নেতারা গণতন্ত্রে বিশ্বাসী এবং তারা দেশের মঙ্গল কামনাকারী। আমি তাদের দেশপ্রেমিক বলেই জানি। তারা কোনোভাবেই গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবেন না।”

তথ্য যাচাই ও ফ্যাক্ট চেক সেল

সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচনকে ঘিরে গুজব ও অপপ্রচার ঠেকাতে একটি ফ্যাক্ট চেক সেল গঠন করা হচ্ছে।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, “প্রচার বা অপপ্রচার করার আগে তথ্য যাচাই করুন, এতে নির্বাচন আরও স্বচ্ছ হবে।”

চট্টগ্রামের ভোটের ইতিহাস বদলাতে চায় নির্বাচন কমিশন— উল্লেখ করে সিইসি বলেন,

“আমরা চট্টগ্রামের ভোটের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আগের মতো যাতে না হয়, সেই নিশ্চয়তা পেয়েছি। ইনশাল্লাহ এবার হবে না। আমরা সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা চাই।”

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়েও সতর্ক করেন সিইসি। তিনি বলেন,

“এআই সমস্যা শুধু আমাদের নয়, এটি বৈশ্বিক ইস্যু। কেউ কেউ ইন্টারনেট বন্ধের কথা বলছে, কিন্তু আমরা চাই তথ্য প্রবাহ অব্যাহত থাকুক। আমাদের লক্ষ্য— একটি স্বচ্ছ, পরিষ্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন।”