৩৫ বছর পর রাকসু নির্বাচন: শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ru raksu election campaign

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রচারণা ও গণসংযোগের সময় শেষ হচ্ছে আগামীকাল (মঙ্গলবার) রাত ১২টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের সঙ্গে যোগাযোগ ও ক্যাম্পাসজুড়ে প্রচারণায়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে প্রার্থীরা আবাসিক হল, পরিবহন, মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। তারা শিক্ষার্থীদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরছেন এবং ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন।

৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এ উপলক্ষে আগামী ১৫ ও ১৬ অক্টোবর দুই দিন একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাকসুর ২৩টি পদে মোট ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১৮ জন, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ১৩ জন, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

অন্যদিকে, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনের ১৫টি পদে ১৭টি হলে মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে রাকসুর ২৩টি পদে, সিনেটে ৫টি পদে এবং হল সংসদে মোট ৩১৭ জন প্রতিনিধি নির্বাচিত হবেন।