ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলে আজ রাতে মাঠে নামবে তিন ফুটবল জায়ান্ট — ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়াম। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ওয়েলসের মুখোমুখি হবে বেলজিয়াম, জার্মানি লড়বে নর্দান আয়ারল্যান্ডের সঙ্গে এবং ফ্রান্স আতিথ্য নেবে আইসল্যান্ডকে।
গ্রুপ ‘ডি’-এর ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে ফ্রান্স। দিদিয়ের দেশমসের দল এখন পর্যন্ত তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে এগিয়ে আছে।
তবে ইনজুরিতে বিপাকে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ডান পায়ের অ্যাঙ্কেল ইনজুরিতে। পাশাপাশি চোটের কারণে মাঠে নামতে পারবেন না ওসমান ডেম্বেলে, বারকোলা, মার্কোস থুরাম ও ডেসরি ডুয়ো। এছাড়া কার্ড জটিলতায় খেলতে পারবেন না শুয়ামিনি।
একই সময়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। নাগেলসম্যানের দল তিন ম্যাচে দুই জয়ে দুর্দান্ত ফর্মে আছে।
প্রথম লেগে জার্মানি ৩-১ গোলে হারিয়েছিলো আইরিশদের। দলে নতুন কোনো ইনজুরি না থাকলেও পুরনো চোটে বাইরে আছেন জামাল মুসিয়ালা, কাই হ্যাভেটস, অ্যান্টনিও রুডিগার ও টের স্টেগেন। আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন গ্যানাব্রি, ভিরটস ও নিক ভোল্টমাদ।
অপর ম্যাচে গ্রুপ ‘জে’-তে ওয়েলস আতিথ্য দেবে বেলজিয়ামকে। কার্ডিফে অনুষ্ঠিত এই ম্যাচের জয়ী দল পাবে গ্রুপ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ।
রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনের নেতৃত্বে ফেভারিট বেলজিয়াম দারুণ ফর্মে আছে, তবে হোম গ্রাউন্ডে ওয়েলসও লড়াইয়ে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে।