নারী ওয়ানডের ৫২ বছরের ইতিহাসে রান তাড়ায় ৩৩০ পেরিয়ে জয়ের কোনো নজির ছিল না। অবশেষে বিশাখাপট্টনমে আজ সেই ইতিহাস বদলে দিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
অ্যালিসা হিলির দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৩৩১ রানের বিশাল লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ৬ বল ও ৩ উইকেট হাতে রেখেই।
এত দিন মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। ২০২4 সালে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০২ রানের লক্ষ্য মাত্র ৩৩ বল বাকি থাকতে পেরিয়েছিল চামারি আতাপাত্তুর দল।
কিন্তু আজ অস্ট্রেলিয়া সেই রেকর্ড ছাড়িয়ে গেল অনন্য কীর্তিতে। অ্যালিসা হিলি ব্যাট হাতে ১০৭ বলে ১৪২ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ২১টি চার ও ৩টি ছক্কা। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এলি পেরি (৬৮) ও তেহলা ম্যাকগ্রা (৫২)।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে করে ৩৩০ রান। স্মৃতি মন্ধানার ১০৪ ও হারমানপ্রীত কৌরের ৯১ রানে দলটি লড়াকু সংগ্রহ গড়ে। কিন্তু শক্তিশালী অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের সামনে সেটি যথেষ্ট ছিল না।
এ জয় শুধু নারী ক্রিকেট নয়, পুরো ওয়ানডে ইতিহাসেই এক অনন্য রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে। ৫২ বছর পর এমন একটি ম্যাচে প্রথমবারের মতো ৩৩০ ছুঁয়ে জয় পেল কোনো নারী দল। অস্ট্রেলিয়া অধিনায়ক হিলি ম্যাচ শেষে বলেন, “আমরা জানতাম লক্ষ্য বড়, কিন্তু বিশ্বাস ছিল। দলটা যেমন আত্মবিশ্বাসী, এমন জয় আমাদের চরিত্রের প্রমাণ।”