বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

Lula da Silva Bangladesh visit 2025

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা করছেন, এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে।

ইতালির রোমে স্থানীয় সময় সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) এক অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় লুলা দা সিলভা এই আগ্রহের কথা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজাদ জানান, বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য মোকাবিলায় কৌশলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় মুহাম্মদ ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট লুলা আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। বৈঠকের সময় তিনি বলেন, “আমি বাংলাদেশে যাব।” জবাবে মুহাম্মদ ইউনূস বলেন, “দারুণ হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।