এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ বিকেল ৪টায় শুরু

MPO protest Dhaka

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি দুপুর ১২টায় হওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে বিকেল ৪টায় শুরু হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়। সকাল থেকেই কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নিচ্ছেন।

শিক্ষকরা জানিয়েছেন, ২০ শতাংশ বাড়ি ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা ঘোষণার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা কোনো শ্রেণিকক্ষে পাঠদান করবেন না।

এর আগে সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে স্কুল–কলেজে শ্রেণি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, “সরকারের প্রস্তাবিত ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব।” তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

গত দুই রাতে শিক্ষকরা খোলা আকাশের নিচে শহীদ মিনারে অবস্থান করছেন। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটাচ্ছেন। তাদের দাবি, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।