আবারও আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

Ripon Mia video

বারও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। মঙ্গলবার সারাদিনজুড়ে তাঁকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর ছিল নেট দুনিয়া।

একদিকে টেলিভিশনের প্রতিবেদনে রিপনের বিরুদ্ধে মা–বাবাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ, অন্যদিকে তাঁর মায়ের কাছে গিয়ে কান্না করা রিপনের ভিডিও—এই দুই বিপরীত দৃশ্য যেন নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে।

দুপুরে প্রচারিত এক প্রতিবেদনে রিপনের মা বলেন,

“খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মানসম্মান না থাকে!”

খবরে আরও জানানো হয়, জনপ্রিয়তার শীর্ষে উঠলেও রিপন এখন আলাদা পাকা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন, কিন্তু মা–বাবাকে আর আর্থিক সহায়তা দেন না।

প্রতিবেদন প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই মন্তব্য করেন,

“খ্যাতি মানুষকে মানুষ থাকতে দেয় না।”
আরও কেউ লিখেন,
“মায়ের কান্না শুনে রিপনের ভিডিও দেখা যায় না।”

তবে মঙ্গলবার রাতেই সবকিছু বদলে দেয় এক নতুন ভিডিও। সেখানে দেখা যায়, রিপন মিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদছেন এবং আঞ্চলিক টানে বলছেন,

“তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা? আমার জীবনডা শেষ করলা!”

ভিডিওটিতে মাকেও দেখা যায় ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনোভাব পরিবর্তন হতে শুরু করে। অনেকে লিখেছেন,

“মা-ছেলের সম্পর্ক সবচেয়ে পবিত্র। সাময়িক ভুল–বোঝাবুঝি মিটে যাক।”

রিপন মিয়া বলেন,

“এই ঘটনা নিয়ে কথা বলার মানসিক অবস্থায় আমি নেই। তবে খুব তাড়াতাড়ি সব প্রশ্নের উত্তর দেব। আমি আমার পরিবারকে সব সময় দেখে এসেছি, ভবিষ্যতেও দেখে যাব।”

তিনি আরও বলেন,

“আমার সরল বাবা-মাকে নিয়ে যারা ব্যবসা করেছে, তাদের বিচার একদিন হবে।”

এর আগেই সোমবার রিপন মিয়া নিজের ফেসবুক পেজে পোস্ট করে জানান, কিছু টেলিভিশন সাংবাদিক অনুমতি ছাড়াই তাঁর বাড়িতে ঢুকে পরিবারকে হেনস্তা করেছেন।
নেত্রকোনার এক কাঠমিস্ত্রি থেকে আজকের ভাইরাল তারকা হয়ে ওঠা রিপনের যাত্রা শুরু ২০১৬ সালে। তাঁর প্রথম ভাইরাল ভিডিও ছিল—

“বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত।”

এরপর নিয়মিতভাবে আঞ্চলিক ঢঙে হাস্যরসাত্মক ভিডিও বানিয়ে লাখো মানুষের ভালোবাসা পান তিনি। বর্তমানে তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় ১৯ লাখ, এবং বিজ্ঞাপন, নাটক ও সিনেমার প্রচারণাতেও অংশ নিচ্ছেন তিনি।