বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণে নতুন নিয়ম: অন–অ্যারাইভাল ভিসা বন্ধ, ইটিএ বাধ্যতামূলক

srilanka visa eta rule for bangladesh

বাংলাদেশি পর্যটকদের জন্য শ্রীলঙ্কায় অন–অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে হলে আগেই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করতে হবে।

আগামী ১৫ অক্টোবর (বুধবার) থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

বাংলাদেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে দেশের সব এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের বিষয়টি জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ভ্রমণের আগে অনলাইনে https://www.eta.gov.lk/slvisa/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীদের নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, শ্রীলঙ্কায় অবস্থানের হোটেলের নাম ও ঠিকানা, প্রবেশ ও প্রস্থানের তারিখসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

ইটিএ ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ২১ মার্কিন ডলার। এছাড়া, যেকোনো যাত্রী চাইলে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসে সরাসরি ভিসা আবেদনও করতে পারবেন।