মানবতাবিরোধী অপরাধে আনিসুল হকসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষের নির্দেশ

International Criminal Tribunal-1

জুলাই-আগস্ট আন্দোলনকে ঘিরে সংঘটিত হত্যা ও গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক সাত মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আগামী ২০২৬ সালের ৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার সকাল ১১টার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম এ আদেশ দেন। এদিন সকালে কেরাণীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে পৃথক মামলার ১৬ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরে পর্যায়ক্রমে তাদের আদালতে তোলা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন—
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলি, শাজাহান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এর আগে গত ২০ জুলাই মামলার তদন্তের জন্য অতিরিক্ত সময় চেয়েছিল তদন্ত সংস্থা। ট্রাইব্যুনাল তিন মাস সময় মঞ্জুর করে বুধবারের দিন নির্ধারণ করেছিল। কিন্তু প্রতিবেদন জমা না দেওয়ায় আজ আবার সময় বাড়িয়ে আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।