মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ যদি এশিয়ান কোনো দল হয়, ফল অনুমান করা একসময় ছিল সহজ কাজ। তবে এবার সেই ধারণা বদলে দিয়েছে জাপান। টোকিও স্টেডিয়ামে ইতিহাস গড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে তারা।
আরো পড়ুন ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, কখন, কোথায, জানুন সময়সীচি
প্রীতি ম্যাচটিতে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। পাওলো হেনরিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে লিড নেয় লাতিন আমেরিকার পরাশক্তিরা। কিন্তু বিরতির পর যেন বদলে যায় চিত্রনাট্য। তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদার দুর্দান্ত গোলের সুবাদে জাপান ঘুরে দাঁড়িয়ে ছিনিয়ে নেয় অবিশ্বাস্য জয়।
এই জয় শুধু প্রীতি ম্যাচের ফল নয়, এটি ইতিহাসও। ব্রাজিলের বিপক্ষে এশিয়ান দলের জয় ২৬ বছর পর দেখল ফুটবল বিশ্ব। সর্বশেষ ১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরেছিল ব্রাজিল। এরপর থেকে দুই যুগেরও বেশি সময় কোনো এশিয়ান দল পারেনি সেলেসাওদের হারাতে।
ব্রাজিলের এই হার ফুটবল দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা আগের প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারালেও জাপানের মাঠে এসে হোঁচট খেলো লাতিন পরাশক্তিরা।