তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে রাকসু নির্বাচন

ru raksu election 2025

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। এটি বিশ্ববিদ্যালয়ের ১৫তম রাকসু নির্বাচন। সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে একটানা ভোট নেওয়া হচ্ছে। বিকাল ৫টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফল গণনা শুরু হবে।

দীর্ঘ বিরতির পর এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী, প্রার্থী ও পুরো বিশ্ববিদ্যালয় পরিবারে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ক্যাম্পাসজুড়ে ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে উঠেছে রাবি।

রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আটটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে। মূল লড়াই হবে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ও ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট– এই দুই প্যানেলের মধ্যে—এমন ধারণা করছেন শিক্ষার্থী ও নির্বাচনী পর্যবেক্ষকরা।

এছাড়া ‘আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল’-এর জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন আলোচিত প্রার্থী এবার নির্বাচনে চমক দেখাতে পারেন বলে মনে করছেন শিক্ষার্থীরা। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও রয়েছেন বেশ কয়েকজন জনপ্রিয় মুখ, যারা ক্যাম্পাসে নিজেদের উপস্থিতি ও প্রভাব ধরে রেখেছেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ওএমআর মেশিনে গণনা করে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তা নিশ্চিতে।