বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ–এর “জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে” মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সালাহউদ্দিন আহমদ হয়তো ভুল তথ্যের কারণে এমন মন্তব্য করেছেন। জুলাই অভ্যুত্থানের সময় তিনি দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তিনি জানেন না, কারা রাজপথে লড়াই করেছে, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।”
নাহিদ ইসলাম বলেন, “আতিকুল গাজী—যার হাত কাটা গিয়েছিল, অথবা শহীদ মীর মুগ্ধ—যাদের আমরা হারিয়েছি, তাদের পরিবারকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলা অত্যন্ত বেদনাদায়ক ও অসম্মানজনক। এটি আমাদের মুক্তির সংগ্রাম ও ত্যাগের প্রতি অপমান।”
তিনি সালাহউদ্দিন আহমদকে ওই বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এনসিপি নেতা আরও বলেন, “জুলাই যোদ্ধারা দেশের গণআন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় সৃষ্টি করেছেন। তাদের সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”