শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পরও ফ্লাইট বিলম্ব

shahjalal airport cargo fire

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। রোববার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ সংকট কাটিয়ে উঠতে পারেনি। ফলে সকালেও ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে বিদেশগামী যাত্রীদের, বিশেষ করে ট্রানজিট যাত্রীদের।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাতে নির্ধারিত অনেক ফ্লাইট আজ সকালে ছাড়তে হয়েছে। কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের ১০–১২ ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে। এমনকি সকালের ফ্লাইটগুলোর মধ্যেও ২–৩ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে।

সকাল থেকেই আমদানি সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্গো ভিলেজ এলাকায় ভিড় করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজের কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়, যা পরে ভিআইপি গেট সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ওষুধ উৎপাদনের কাঁচামালসহ বিপুল পরিমাণ আমদানি করা মালামাল পুড়ে যায়।

কয়েকজন পোশাক উৎপাদক জানিয়েছেন, এই ঘটনায় তাদের কাঁচামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে এবং পুনরায় পণ্য আমদানিতে নতুন করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগে। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে বিকেলে সাময়িকভাবে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়।

আগুন লাগার পর ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামে, ৩টি সিলেটে এবং ২টি কলকাতায় অবতরণ করে। রাত ৯টার দিকে বিমানবন্দর পুনরায় চালু হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রথমটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, যার আহ্বায়ক যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী। কমিটিতে আরও রয়েছেন এনবিআর ও কাস্টম হাউসের কর্মকর্তারা। তাদের দ্রুততম সময়ে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয় কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চিফ (ফ্লাইট সেফটি) কমিটির সভাপতি এবং উপ-ব্যবস্থাপক (ইনস্যুরেন্স) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, “যে অংশে আগুন লাগে সেটি সম্পূর্ণ আমদানি কার্গো। রপ্তানি কার্গো অংশ সম্পূর্ণ নিরাপদ রয়েছে।”