প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

jahangir alam passport fee expatriate

বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পাসপোর্ট নেওয়ার জন্য দেশের ভেতরে যে ফি দিতে হয়, প্রবাসীরা তার তুলনায় বেশি টাকা দেন। আমরা যাদের রেমিট্যান্স যোদ্ধা বলি, তাদের কাছ থেকে আর বেশি টাকা নেওয়া হবে না। পাসপোর্ট ফি সমান করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা সব সময় তাদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মান জানাই, কিন্তু বাস্তবে তারা অনেক সময় সেই সম্মান এবং সেবা পান না। অনেক দূতাবাস ও কনস্যুলেট অফিসে প্রবাসীরা ভালো সার্ভিস পাচ্ছেন না।”

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিশ্বের সব দেশে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হবে। “দেশ একাধিক, তাই ফি কতটুকু কমানো যায় তা আমরা পর্যালোচনা করছি,” বলেন তিনি।

এছাড়া প্রবাসীদের বিমান ভ্রমণে ও দেশে ফেরার পর বিমানবন্দরে যেন উন্নতমানের সেবা দেওয়া হয়, সে বিষয়েও সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা।