চোটজর্জর বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফেরমিন লোপেজ, অলিম্পিয়াকোসকে উড়িয়ে ৬–১ জয়

fermin lopez hat trick

কারও পেশিতে টান, কারও পিঠে ব্যথা, কেউ পায়ের ইনজুরিতে ভুগছেন, কেউ আবার পরিপাকতন্ত্রের সমস্যায়। বার্সেলোনা এখন আক্ষরিক অর্থেই চোটজর্জর এক দল। রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, দানি ওলমোদের মতো তারকা খেলোয়াড়েরা ছিলেন না একাদশে, গাভিও ছিটকে গেছেন দীর্ঘ সময়ের জন্য।

তবু তাঁদের অভাব বুঝতেই দেননি ফেরমিন লোপেজ। চোট কাটিয়ে দলে ফিরে এই তরুণ মিডফিল্ডার একাই আলো কাড়লেন—হ্যাটট্রিক করে গড়লেন বার্সেলোনার ইতিহাসে অনন্য এক রেকর্ড।

২২ বছর বয়সী এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে তিন গোল করা বার্সেলোনার ইতিহাসে প্রথম স্প্যানিশ ফুটবলার। কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৬০০–এর বেশি স্প্যানিশ খেলোয়াড় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ আসরে অংশ নিয়েছেন, কিন্তু কারও হ্যাটট্রিক ছিল না।

লোপেজের হ্যাটট্রিকের রাতে উজ্জ্বল ছিলেন আরও দুই তারকা—ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস রাশফোর্ড করলেন জোড়া গোল, আর তরুণ লামিনে ইয়ামাল পেলেন একটি গোলের দেখা।

সবমিলিয়ে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৬–১ গোলের বিশাল জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল হান্সি ফ্লিকের শিষ্যরা।