জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ সংক্রান্ত খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সঙ্গেই আছি। সরকার গঠন করা পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব।”
গতকাল বৃহস্পতিবার রাতে কয়েকটি গণমাধ্যমে ছড়ানো হয়েছিল যে, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ পূর্বে দলীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরবর্তীতে তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। ওই সংবাদটি ছড়ানোর পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে এনসিপির দপ্তর সহকারী সালেহ উদ্দিন সিফাতও পদত্যাগের খবরটি ভুল বলে জানিয়ে ছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, “রাতে আমি ঘুমিয়েছিলাম; সকালে উঠে দেখলাম রাতভর আমার পদত্যাগের গুজব চলেছে। অনেকেই ফোন করেছেন। আমাদের দলের দপ্তর সেলও এ বিষয়টি বাতিল করেছে।”
তিনি আরও যোগ করেন, “আমি এনসিপির সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। সরকার গঠন করা পর্যন্ত দলের সঙ্গে থাকব।”
একই সঙ্গে তিনি গণমাধ্যমকে সতর্ক করে বলেন, গুজব ছড়ানো সংবাদ মিডিয়ার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করে। নাসীরুদ্দীন পাটওয়ারী আবেদন করেন, “দেশপ্রেমিক সাংবাদিকদের কাছে আহ্বান—কোনো খবর প্রকাশের আগে যাচাই–বাছাই করুন। অপসাংবাদিকতা থেকে বিরত থাকুন; সুস্থ সাংবাদিকতার পথে কাজ করুন।”
এই ঘটনার মাধ্যমে রাজনৈতিক দলের অভ্যন্তরে যে ধরনের গুজব–সংবাদ ছড়ানো হচ্ছে, তা নিয়েই উদ্বেগের কথা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
