চাকচিক্যময় করপোরেট পোশাকে সজ্জিত ছয় বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত কর্তৃপক্ষ। তারা দাবি করেছিলেন, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন; তবে যাচাই–বাছাই শেষে কর্তৃপক্ষ তাদের বক্তব্যে অসঙ্গতি পেয়ে প্রবেশের অনুমতি দেয়নি।
শনিবার (২৫ অক্টোবর) উত্তরাঞ্চলীয় বুকিত কাইয়ু হিটেম সীমান্ত দিয়ে চারজন পুরুষ ও দুইজন নারী মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। তাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি (এমসিবিএ)–এর কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ নাসারউদ্দিন এম নাসির।
তিনি জানান, চারজন পুরুষ ও একজন নারী স্যুট পরেছিলেন, আর অপর নারীটি শাড়ি পরে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, “একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।” তবে নথিপত্র যাচাইয়ে দেখা যায়, তারা কেউই প্রবেশের নির্ধারিত শর্ত পূরণ করতে পারেননি।
মোহাম্মদ নাসারউদ্দিন বলেন, “তাদের বক্তব্য ও কাগজপত্রে অসঙ্গতি ছিল। ফলে অনুমতি না দিয়ে তাদের নিজ দেশে ফিরে যেতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, “আমাদের সংস্থা দেশের সীমান্ত সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো বেআইনি অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”
